করোনা উপলব্ধি মো: এনামুল হক বিশ্বজোড়া আতঙ্কময় করনার ভয়ে আজ আমরা সবাই মিলে খোদার কাছে কতই না কাকুতি মিনতি করছি। ক্রন্দনে আর আস্ফালনে একাকার করে দিচ্ছি এ উপাসানালয় হতে ও উপাসানালয়, এগৃহ হতে ওগৃহ, এদেশ থেকে ওদেশ, এমহাদেশ থেকে ও মহাদেশ। মুক্তির জন্য কত আহাজারি কত হাহাকার সেখানে। কিন্তু মৃত্যু তালিকায় সেখানে যোগ হচ্ছে নতুন নতুন নাম। এ মহামারি হতে রক্ষা পেতে নানা প্রচেষ্টায় হয়রান হয়ে স্তব্ধ হয়ে পড়েছে তাবৎ সব হুমড়োচুমড়ো চিকিৎসা বিজ্ঞানী, ডাক্তার, নার্স, ধর্মগুরু আর রাজনীতিবিদেরা। কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে, আমাদের দু হাতের কামায়ের বিপরীতে তাঁর নির্ধারিত ফায়সালা আমাদের মেনে নিতেই হবে। পরম করুনাময় সেই প্রভু হয়তো তাঁর রহমতের অসীম ভান্ডারের অছিলায় আবারো আমাদের সব পাপ পঙ্কিলতা নিজ গুনে ক্ষমা করে দিবেন। তাঁর কুদরতি ক্ষমতায় নিমিষেই স্তব্ধ করে দিবেন এই ক্রমবর্ধমান ভয়াল মরণ মিছিল। কারণ আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ (সঃ) এর উম্মতের উপর মুছিবাত বা গজব কখনও স্থায়ী হয়নি এবং তা হতে পারে না। কিন্তু তাঁর নানা গায়েবী অছিলায় এই মৃত্যু পুরী সজীব হবার পর আমরা স্বভাবসূলভ ভঙ্গিতে আবার যেন সেই...
Comments
Post a Comment